ক্রমিক নং |
সেবার ধরণ |
সেবা প্রদানের সময়সীমা |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের স্থান |
০১। |
তিন মাস মেয়াদী গবাদিপশু, হাঁস মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স |
উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। |
বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই কোটা অনুযায়ী প্রার্থী মনোনীত করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। |
যুব প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া |
০২। |
১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স |
আবেদন করার ১ মাসের মধ্যে
|
উপপরিচালক বরাবর আবেদন করলে নির্ধারিত তারিখে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী মনোনয়ন দেওয়া হয় যারা প্রশিক্ষণে ভর্তি হতে পারে। |
জেলা কার্যালয়, বগুড়া |
০৩। |
৩ মাস মেয়াদী পোষাক তৈরী (মেয়েদের জন্য) প্রশিক্ষণ কোর্স |
ঐ |
ঐ |
জেলা কার্যালয়, বগুড়া |
০৪। |
৬ মাস মেয়াদী মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপ্লিকেশন কোর্স |
ঐ |
ঐ |
জেলা কার্যালয়, বগুড়া |
০৫। |
৬ মাস মেয়াদী কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স |
ঐ |
ঐ |
জেলা কার্যালয়, বগুড়া |
০৬। |
৬ মাস মেয়াদী ইলেট্রনিক প্রশিক্ষণ কোর্স |
ঐ |
ঐ |
জেলা কার্যালয়, বগুড়া |
০৭। |
৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোর্স |
ঐ |
ঐ |
জেলা কার্যালয়, বগুড়া
|
০৮। |
৬ মাস মেয়াদী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং কোর্স |
ঐ |
ঐ |
জেলা কার্যালয়, বগুড়া |
০৮। |
৭ দিন মেয়াদি গবাদি পশু পালন, গরু মোটা তাজাকরণ, গাভী পালন, হাঁস মুরগী পালন, মৎস্যচাষ, কুটির শিল্প, সেলাই, নাসারী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কোর্স (অপ্রাতিষ্ঠানিক) |
উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।
|
বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করে ৩০ জনের একটি তালিকা প্রস্ত্তত করে অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা কার্যালয় হইতে অনুমোদন পাওয়ার পর উপজেলা কার্যালয় কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। |
স্থানীয় পর্যায়ে মাদ্রাসা- স্কুল-কলেজের অব্যবহৃত কক্ষ, ক্লাব ঘর ও ইউনিয়ন পরিষদের সভাকক্ষ। |
০৯। |
ক) একক যুব ঋণ (আত্মকর্ম) খ) গ্রুপভিত্তিক ঋণ (পরিবার) |
যুব উন্নয়ন অথিতপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা প্রকল্প সম্প্রসারণের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করবে। | আবেদন প্রাপ্তির পর উপজেলা অফিসের কর্মকর্তাগণ সরেজমিনে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করবেন। ঋণ প্রত্যাশী যুব ও তার অভিভাবকের সাথে প্রকল্পের বিস্তারিত বিষয়ে কখা বলবেন।সবকিছু বিচার বিশ্লেষণ করে ঋণ িপ্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। | যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উপজেলা কার্যালয়ে ঋণের চেক বিতরণ করা হয়। |